২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার জন।
গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখে।
Applicants Notice:
College Notice:
- ২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক সকল ছাত্র/ ছাত্রীকে “Smart Admission System” এর মাধ্যমেই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কলেজ/ মাদ্রাসা সমূহকে তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে নিজস্ব ব্যাবস্থাপনায় ভর্তি ফি আদায় সাপেক্ষে অনলাইনে নিশ্চায়ন (Confirmation) করতে হবে। ছাত্র/ ছাত্রী নিশ্চয়নের কাজটি শুধুমাত্র OTP (One Time Password) এর মাধ্যমে করা যাবে। এজন্য প্রত্যেক কলেজ/ মাদ্রাসার অধ্যক্ষ অথবা ভর্তি কমিটি একজন সদস্যের মোবাইল নম্বর একান্ত প্রয়োজন। কলেজ মাদ্রাসা কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। যেকোনো কলেজ/ মাদ্রাসার মোবাইল নম্বর প্রদানের/ সংশোধনের জন্যhttp://www.xiclassadmission.gov.bdএর 'College Section' এ Click করে স্ব স্ব কলেজ/ মাদ্রাসার EIIN নম্বর ও পাসওয়ার্ড (বোর্ড প্রদত্ত) ব্যবহার করে login করতে হবে। অতপর মোবাইল নম্বরটি ২ বার এন্ট্রি পূর্বক Submit করতে হবে।
- ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া। (Download)
HSC Admission Result 2015 জানার নিয়মঃঅনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (
http://www.xiclassadmission.gov.bd) যে Applicant ID ও User ID ব্যবহার Login করে রেজাল্ট জানতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.