Feature Label 3

0
হিমু একটি হুমায়ুন আহমেদ রচিত
জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হিমু
একজন বেকার যুবক যার আচরণ
কিছুটা অজাগতিক।হিমুর প্রথম
উপন্যাস ময়ূরাক্ষী । এর প্রাথমিক
সাফল্যের পর হিমু
বিচ্ছিন্নভাবে বিভিন্ন
উপন্যাসে প্রকাশিত হতে
থাকে।
          চরিত্র পরিচয় : হিমু
হুমায়ুন আহমেদের চরিত্র
অনুসারে হিমু এর আসল নাম
হিমালয়। এ নামটি
রেখেছিলেন তার বাবা।
লেখক হিমু এর বাবাকে বর্ণনা
করেছেন একজন বিকারগ্রস্ত
মানুষ হিসেবে; যার বিশ্বাস
ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার
যদি প্রশিক্ষণ
দিয়ে তৈরি
করা যায় তবে একইভাবে
মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার
একটি মহাপুরুষ তৈরির স্কুল ছিল
যার একমাত্র ছাত্র ছিল তার
সন্তান হিমু। হিমু এর পোশাক হল
পকেট বিহীন হলুদ পাঞ্জাবী।
ঢাকার পথে-পথে
উদ্দেশ্যহীনভাবে ঘুরে
বেড়ানো তার কর্মকাণ্ডের
মধ্যে অন্যতম। মাঝে মাঝে তার
মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার
প্রকাশ দেখা যায়। যদিও হিমু
নিজে তার কোন আধ্যাত্মিক
ক্ষমতার কথা স্বীকার করে না।
হিমু এর আচার আচরণ খুবই
বিভ্রান্তিকর। বিভিন্ন
পরিস্থিতিতে তার
প্রতিক্রিয়া অন্যদেরকে
বিভ্রান্ত করে। এবং এই
বিভ্রান্ত করা হিমুর অত্যন্ত
প্রিয় একটি কাজ।
উপন্যাসে হিমুর কিছু
ভক্তশ্রেণীর মানুষ থাকে
যারা হিমু কে মহাপুরুষ মনে
করে। এদের মধ্যে হিমুর
খালাতো ভাই বাদল অন্যতম।
মেস ম্যানেজার বা হোটেল
মালিক- এরকম আরও কিছু ভক্ত
চরিত্র প্রায় সব উপন্যাসেই
দেখা যায়। হিমুর একজন বান্ধবী
আছে, যার নাম রূপা; যাকে
ঘিরে হিমুর উপন্যাসে অজানা
রহস্যময়তা আবর্তিত হয়।
হিমু কেন্দ্রিক উপন্যাস
ময়ূরাক্ষী (১৯৯০)
হুমায়ূনআহমেদ
দরজার ওপাশে (১৯৯২) হুমায়ূন
আহমেদ
হিমু (১৯৯৩) হুমায়ূন আহমেদ
পারাপার (১৯৯৩) হুমায়ূন
আহমেদ
এবং হিমু (১৯৯৫) হুমায়ূন
আহমেদ
হিমুর হাতে কয়েকটি
নীলপদ্ম (১৯৯৬) হুমায়ূন আহমেদ
হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
হুমায়ূন আহমেদ
হিমুর রূপালী রাত্রি (১৯৯৮)
হুমায়ূন আহমেদ
একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ
পোকা (১৯৯৯) হুমায়ূন আহমেদ
১০ তোমাদের এই নগরে (২০০০)
হুমায়ূন আহমেদ
১১ চলে যায় বসন্তের দিন (২০০২)
হুমায়ূন আহমেদ
১২ সে আসে ধীরে (২০০৩)
হুমায়ূন আহমেদ
১৩ হিমু মামা (২০০৪) হুমায়ূন
আহমেদ
১৪আঙুল কাটা জগলু (২০০৫) হুমায়ূন
আহমেদ
১৫ হলুদ হিমু কালো র্যাব (২০০৬)
হুমায়ূন আহমেদ
১৬ আজ হিমুর বিয়ে (২০০৭) হুমায়ূন
আহমেদ
১৭ হিমু রিমান্ডে (২০০৮) হুমায়ূন
আহমেদ
১৮ হিমুর একান্ত সাক্ষাৎকার ও
অন্যান্য (২০০৮) হুমায়ূন আহমেদ
১৯ হিমুর মধ্য দুপুর (২০০৯) হুমায়ূন
আহমেদ
২০ হিমুর বাবার কথামালা
(২০০৯) হুমায়ূন আহমেদ
২১ হিমুর নীল জোছনা (২০১০)
হুমায়ূন আহমেদ
২২ হিমুর আছে জল (২০১১) হুমায়ূন
আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে ২২ টি উপন্যাস ডাউনলোড করে নিন

হিমু একটি হুমায়ুন আহমেদ রচিত
জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হিমু
একজন বেকার যুবক যার আচরণ
কিছুটা অজাগতিক।হিমুর প্রথম
উপন্যাস ময়ূরাক্ষী । এর প্রাথমিক
সাফল্যের পর হিমু
বিচ্ছিন্নভাবে বিভিন্ন
উপন্যাসে প্রকাশিত হতে
থাকে।
          চরিত্র পরিচয় : হিমু
হুমায়ুন আহমেদের চরিত্র
অনুসারে হিমু এর আসল নাম
হিমালয়। এ নামটি
রেখেছিলেন তার বাবা।
লেখক হিমু এর বাবাকে বর্ণনা
করেছেন একজন বিকারগ্রস্ত
মানুষ হিসেবে; যার বিশ্বাস
ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার
যদি প্রশিক্ষণ
দিয়ে তৈরি
করা যায় তবে একইভাবে
মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার
একটি মহাপুরুষ তৈরির স্কুল ছিল
যার একমাত্র ছাত্র ছিল তার
সন্তান হিমু। হিমু এর পোশাক হল
পকেট বিহীন হলুদ পাঞ্জাবী।
ঢাকার পথে-পথে
উদ্দেশ্যহীনভাবে ঘুরে
বেড়ানো তার কর্মকাণ্ডের
মধ্যে অন্যতম। মাঝে মাঝে তার
মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার
প্রকাশ দেখা যায়। যদিও হিমু
নিজে তার কোন আধ্যাত্মিক
ক্ষমতার কথা স্বীকার করে না।
হিমু এর আচার আচরণ খুবই
বিভ্রান্তিকর। বিভিন্ন
পরিস্থিতিতে তার
প্রতিক্রিয়া অন্যদেরকে
বিভ্রান্ত করে। এবং এই
বিভ্রান্ত করা হিমুর অত্যন্ত
প্রিয় একটি কাজ।
উপন্যাসে হিমুর কিছু
ভক্তশ্রেণীর মানুষ থাকে
যারা হিমু কে মহাপুরুষ মনে
করে। এদের মধ্যে হিমুর
খালাতো ভাই বাদল অন্যতম।
মেস ম্যানেজার বা হোটেল
মালিক- এরকম আরও কিছু ভক্ত
চরিত্র প্রায় সব উপন্যাসেই
দেখা যায়। হিমুর একজন বান্ধবী
আছে, যার নাম রূপা; যাকে
ঘিরে হিমুর উপন্যাসে অজানা
রহস্যময়তা আবর্তিত হয়।
হিমু কেন্দ্রিক উপন্যাস
ময়ূরাক্ষী (১৯৯০)
হুমায়ূনআহমেদ
দরজার ওপাশে (১৯৯২) হুমায়ূন
আহমেদ
হিমু (১৯৯৩) হুমায়ূন আহমেদ
পারাপার (১৯৯৩) হুমায়ূন
আহমেদ
এবং হিমু (১৯৯৫) হুমায়ূন
আহমেদ
হিমুর হাতে কয়েকটি
নীলপদ্ম (১৯৯৬) হুমায়ূন আহমেদ
হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
হুমায়ূন আহমেদ
হিমুর রূপালী রাত্রি (১৯৯৮)
হুমায়ূন আহমেদ
একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ
পোকা (১৯৯৯) হুমায়ূন আহমেদ
১০ তোমাদের এই নগরে (২০০০)
হুমায়ূন আহমেদ
১১ চলে যায় বসন্তের দিন (২০০২)
হুমায়ূন আহমেদ
১২ সে আসে ধীরে (২০০৩)
হুমায়ূন আহমেদ
১৩ হিমু মামা (২০০৪) হুমায়ূন
আহমেদ
১৪আঙুল কাটা জগলু (২০০৫) হুমায়ূন
আহমেদ
১৫ হলুদ হিমু কালো র্যাব (২০০৬)
হুমায়ূন আহমেদ
১৬ আজ হিমুর বিয়ে (২০০৭) হুমায়ূন
আহমেদ
১৭ হিমু রিমান্ডে (২০০৮) হুমায়ূন
আহমেদ
১৮ হিমুর একান্ত সাক্ষাৎকার ও
অন্যান্য (২০০৮) হুমায়ূন আহমেদ
১৯ হিমুর মধ্য দুপুর (২০০৯) হুমায়ূন
আহমেদ
২০ হিমুর বাবার কথামালা
(২০০৯) হুমায়ূন আহমেদ
২১ হিমুর নীল জোছনা (২০১০)
হুমায়ূন আহমেদ
২২ হিমুর আছে জল (২০১১) হুমায়ূন
আহমেদ