Feature Label 3

0

HHfjkgfhhghgghgglhgglmhgglmnhgglmnghgglmngghgglmnggnhgglmnggnnhgglmnggnnghgglmnggnngghgglmnggnnggghgglmnggnngggghgglmnggnngggghhgglmnggnngg...

0
বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের সময়সূচী বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের সময়সূচী

দুদলই এগারোতম বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের পরিচয় মেলে ধরে কোয়ার্টার ফাইনাল থেকে বিতর্কিত এক ম্যাচে হেরে দেশে ...

0

দুদলই এগারোতম বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের পরিচয় মেলে ধরে কোয়ার্টার ফাইনাল থেকে বিতর্কিত এক ম্যাচে হেরে দেশে ...

0
HSC Admission Result 2015 ২৫ জুন: রেজাল্ট পাওয়ার উপায় দেখুন HSC Admission Result 2015 ২৫ জুন: রেজাল্ট পাওয়ার উপায় দেখুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ ব...

0

  খেতে ভারি মজার। রেসিপি দিয়েছেন আনিসা হোসেন । উপকরণ কাঁচাআম ৮টি। সরিষাবাটা ২ টেবিল- চামচ। আদা (আস্ত) ছোট এক টুকরা। আস্ত-রসুন ২০ কোয়া। মরি...

0
ব্লগারে account খোলার টিউটোরিয়াল পর্ব 1 ব্লগারে account খোলার টিউটোরিয়াল পর্ব 1

আজ আমরা জানার চেষ্টা করবো কীভাবে ব্লগারে অ্যাকাউন্ট ও  ব্লগ  তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। ✔  ব্লগার ডট কম...

0
ভালো লাগা কয়েকটি কবিতা ভালো লাগা কয়েকটি কবিতা

নিঃসঙ্গতা – আবুল হাসান অতটুকু চায়নি বালিকা! অত শোভা, অত স্বাধীনতা! চেয়েছিল আরো কিছু কম, আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, ...

HHfjkgfhhghgghgglhgglmhgglmnhgglmnghgglmngghgglmnggnhgglmnggnnhgglmnggnnghgglmnggnngghgglmnggnnggghgglmnggnngggghgglmnggnngggghhgglmnggnngggghmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmmhgglmnggnngggghmm

বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের সময়সূচী

দুদলই এগারোতম বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের পরিচয় মেলে ধরে কোয়ার্টার ফাইনাল থেকে বিতর্কিত এক ম্যাচে হেরে দেশে ফিরে আসে টাইগাররা। আর অল্পের জন্য ফাইনাল থেকে সিটকে পড়লো সাউথ আফ্রিকা। বিশ্বকাপের পরেই আবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবে বিশ্বকাপের এই সেমিফাইনালিস্টরা।


টাইগারদের ব্যস্ত সূচিতে এপ্রিলে মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি অনেক নাটকীয়তার পরে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে।

টাগারদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা । দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি হবে জুলাইয়ের ৫ তারিখে আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ জুলাই।

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের প্রথম দুটি হবে মিরপুরে। ১০ ও ১২ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ২১ থেকে ২৫ জুলাই প্রথম টেস্ট ম্যাচটিও হবে এ ভেন্যুতে।

আর ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুটি টেস্ট ম্যাচের বাংলাদেশ সময় ধরা হয়েছে সকাল নয়টায়। তবে, অন্য ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের সময়সূচী দুদলই এগারোতম বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের পরিচয় মেলে ধরে কোয়ার্টার ফাইনাল থেকে বিতর্কিত এক ম্যাচে হেরে দেশে ফিরে আসে টাইগাররা। আর অল্পের জন্য ফাইনাল থেকে সিটকে পড়লো সাউথ আফ্রিকা। বিশ্বকাপের পরেই আবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবে বিশ্বকাপের এই সেমিফাইনালিস্টরা।

টাইগারদের ব্যস্ত সূচিতে এপ্রিলে মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি অনেক নাটকীয়তার পরে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে।

টাগারদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা । দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি হবে জুলাইয়ের ৫ তারিখে আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ জুলাই।

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের প্রথম দুটি হবে মিরপুরে। ১০ ও ১২ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ২১ থেকে ২৫ জুলাই প্রথম টেস্ট ম্যাচটিও হবে এ ভেন্যুতে।

আর ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুটি টেস্ট ম্যাচের বাংলাদেশ সময় ধরা হয়েছে সকাল নয়টায়। তবে, অন্য ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

HSC Admission Result 2015 ২৫ জুন: রেজাল্ট পাওয়ার উপায় দেখুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার জন।
গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখে।
Applicants Notice:
  • আবেদন পরবর্তী নির্দেশনা। (Download)
College Notice:
  • ২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক সকল ছাত্র/ ছাত্রীকে “Smart Admission System” এর মাধ্যমেই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কলেজ/ মাদ্রাসা সমূহকে তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে নিজস্ব ব্যাবস্থাপনায় ভর্তি ফি আদায় সাপেক্ষে অনলাইনে নিশ্চায়ন (Confirmation) করতে হবে। ছাত্র/ ছাত্রী নিশ্চয়নের কাজটি শুধুমাত্র OTP (One Time Password) এর মাধ্যমে করা যাবে। এজন্য প্রত্যেক কলেজ/ মাদ্রাসার অধ্যক্ষ অথবা ভর্তি কমিটি একজন সদস্যের মোবাইল নম্বর একান্ত প্রয়োজন। কলেজ মাদ্রাসা কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। যেকোনো কলেজ/ মাদ্রাসার মোবাইল নম্বর প্রদানের/ সংশোধনের জন্যhttp://www.xiclassadmission.gov.bdএর 'College Section' এ Click করে স্ব স্ব কলেজ/ মাদ্রাসার EIIN নম্বর ও পাসওয়ার্ড (বোর্ড প্রদত্ত) ব্যবহার করে login করতে হবে। অতপর মোবাইল নম্বরটি ২ বার এন্ট্রি পূর্বক Submit করতে হবে।
  • ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া। (Download)
HSC Admission Result 2015 জানার নিয়মঃ
অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে  (http://www.xiclassadmission.gov.bd) যে Applicant ID ও User ID ব্যবহার Login করে রেজাল্ট জানতে পারবেন।

  খেতে ভারি মজার।
রেসিপি দিয়েছেন
আনিসা হোসেন ।
উপকরণ
কাঁচাআম ৮টি।
সরিষাবাটা ২ টেবিল-
চামচ। আদা (আস্ত) ছোট এক
টুকরা। আস্ত-রসুন ২০ কোয়া।
মরিচগুঁড়া ৩,৪ টেবিল-চামচ।
পাঁচফোড়ন আধা চা-চামচ।
মৌরি ১ টেবিল-চামচ।
শুকনামরিচ ৫টি। রসুনকোয়া
৭,৮টি। সরিষার তেল আধা
কাপ। সিরকা আধা কাপ।
আখের গুড় আধা কাপ। আস্ত
তেঁতুল ১০টি। পাঁচফোড়ন ২
টেবিল চামচ। অনেকগুলো
আস্ত কাঁচামরিচ। লবণ স্বাদ
মতো৷
পদ্ধতি
প্রথমে আমগুলো চার টুকরা
করে কেটে নিতে হবে।
তারপর আমের কষভাব
ছাড়ানোর জন্য ঠাণ্ডা
পানিতে ভিজিয়ে রাখুন৷
৩০ মিনিট পর পানি ফেলে
অনেক লবণ দিয়ে আম মেখে
তিন থেকে চার ঘণ্টা
রেখে দিন৷
পাঁচফোড়ন, শুকনা মরিচ
টেলে, গুঁড়া করে রাখুন।
আদা ও দুতিনটি রসুনের
কোয়া এবং সরিষা,
সিরকা দিয়ে মিশিয়ে
বেটে নিন।
সরিষা বাটার সময়
দুতিনটি কাঁচামরিচ আর একটু
লবণ দিয়ে নিন। তাহলে
সরিষার ঝাঁঝ ভাবটা চলে
যাবে।
চার ঘণ্টা পর আম থেকে যে
পানি বের হবে, তা থেকে
আম নিংড়ে নিন আর লবণ
পানিটা ফেলে দিন। এখন
কড়াইতে তেল গরম করে দুটি
আস্তমরিচ, মৌরি, শুকনা-
মরিচ দিয়ে, আদা-রসুন-
সরিষা বাটা আর মরিচগুঁড়া
দিয়ে নেড়ে, কষিয়ে নিন।
তারপর আম, আস্ত রসুন আর তেঁতুল
দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে
সিরকা এবং গুড় দিয়ে
ঢেকে সাত থেকে ৮ মিনিট
রান্না করবেন।
তারপর আম এবং রসুন আধা
সিদ্ধ হয়ে গেলে ভাজা
পাঁচফোড়ন, শুকনামরিচের
গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে
আরও চার থেকে পাঁচ মিনিট
চুলায় রেখে হালকা ভাবে
নাড়া দিয়ে সব একসঙ্গে
মিশিয়ে নামিয়ে ফেলুন৷
আচার ঠাণ্ডা হলে কাচের
বোতলে ভরে রাখুন৷
খেয়াল রাখবেন: রসুন যেন
বেশি সিদ্ধ হয়ে গলে না
যায়৷ তাহলে আচারের
স্বাদ নষ্ট হয়ে যাবে৷ রসুন
সিদ্ধ হবে তবে গলবে না৷
ফ্রিজে রেখে সারা বছর এই
আচার খাওয়া যায়।
সমন্বয়ে: ইশরার মৌরি।

ব্লগারে account খোলার টিউটোরিয়াল পর্ব 1

আজ আমরা জানার চেষ্টা করবো কীভাবে ব্লগারে অ্যাকাউন্ট ও ব্লগ তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক।


 ব্লগার ডট কমে একাউন্ট তৈরির প্রথম শর্ত হচ্ছে আপনার গুগল একাউন্ট থাকতে হবে। এজন্য প্রথমেই আমাদের  গুগল.কমএ গিয়ে একটি ই-মেইল একাউন্ট তৈরি করতে হবে।




 জি-মেইলে লগ্‌ড ইন থাকা অবস্থায় তারপর আমাদের যেতে হবে ব্লগার.কমকিংবা ব্লগস্পট.কম ওয়েবসাইটটিতে।


 নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন। পেইজের বাম উপরের দিকে New Blog নামে একটি বাটন দেখতে পাবেন। এবার বাটনটিতে ক্লিক করুন।




 চিত্রের মতো একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। এখানে টাইটেল ঘরে আপনার ব্লগের নাম ও এড্রেস ঘরে কাঙ্ক্ষিত ঠিকানা লিখুন। ঠিকানা লেখার সময় শুধু blogspot.com এর আগের অংশ লিখলেই হবে। সবশেষে Create blog! বাটনটিতে ক্লিক করুন। আলহামদুলিল্লাহ! আপনার ব্লগ তৈরি হয়ে যাবে।



✔ এবার আবার ব্লগার ডট কমে ফিরে গেলে আপনি আপনার ব্লগের তালিকা দেখতে পাবেন।






✔ তালিকায় আপনার ব্লগের নামের ডান দিকে View বাটনটিতে ক্লিক করলেই নতুন ট্যাবে আপনার সদ্য তৈরি করা ব্লগটি আপনি দেখতে পাবেন।

ভালো লাগা কয়েকটি কবিতা

নিঃসঙ্গতা – আবুল হাসান

অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!

অহংকার – হেলাল হাফিজ

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।
তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।

আমার পরান যাহা চায় – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।

সেই কবে থেকে – হুমায়ুন আজাদ

সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাও নি ।
সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব’লে
তুমি লক্ষ্য করো নি ।
সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তুমি শুনতে পাও নি ‘।
সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
তুমি কখনো তোলো নি ।
সেই কবে থেকে তাকিয়ে রয়েছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি ব’লে
একবার

বাঙালি রক্তের মত লাল-1 -মোহাম্মদ কামাল

কুড়ালের ছায়া দুলে উঠে যদি বলে যায়
আর ফাল্গুনে পলাশ না ফোটে,
শিমুল নাফোটে, না ফোটে ডালিম
উস্কানির আলো কোন লাল ফুল!
দীর্ঘদেহী কুড়ালের
ছায়া দুলে ওঠে বাঙলায়..
ইতিহাস আছে, কোন
কুড়াল শাসন ভীত ইতিহাস?
বাঙালি রক্তের মত লাল
ফুল ফুটবেই
অনন্ত ফাল্গুন.